ঐ দেখা যায় বনভূমি
সবুজ সবুজ সাজ
সবুজ দিয়ে আঁকা যেন
কাব্য ছড়ার মাঝ।
বনানীতে হাঁটি আমি
বনে করি বাস
গদ্য পদ্য লিখে লিখে
কাটে বারো মাস।
বন যে আমার অনেক প্রিয়
বন ভালোবাসি
সবুজের সমারোহে
এ দেশের হাসি ।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com