প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২২, ২০২৪, ৫:৫০ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৬, ২০২৪, ৭:১৪ অপরাহ্ণ
দেশের হাল
দেশটা এখন মামার বাড়ি
করছে সবাই আবদার,
ইচ্ছে মতো চাইছে সবাই
মন মতো যে যার যার।
সরকার এখন সবার মামা
কার কি চাওয়ার আছে?
একে একে বলছে সবাই
সরকার মামার কাছে।
পনের বছর ঘুমিয়ে ছিল
জ্ঞান বিবেক সব মরা।
এখন সবার জ্ঞান ফিরেছে
এর পিছনে করা?
দেশটা ভাসে জলপ্লাবনে
ঋণের বোঝা ঘাড়ে,
সরকার এখন গভীর চিন্তায়
দেবে কতো কারে।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com