আমায় পাবে শীত সকালে শিশির ঝরার মাঝে
পাবে তুমি বন্ধু শোন দেশের সকল কাজে।
ফুল পাখিদের মেলায় পাবে পাবে নদীর তীরে
ছন্দ তালে সুরের দোলায় পাবে ফিরে ফিরে।
রংধনুতে পাবে ঠিক-ই পাবে মেঘের ভেলায়
পাবে তুমি ছোট্টখোকার রিনিকঝিনিক খেলায়।
কাব্য ছড়ায় পাবে আমায় পাবে কবি মনে
চাঁদের সাথে কই যে কথা থাকি তারার সনে।
সূর্যমামার আলোর মাঝে থাকি আমি মিশে
থাকি আমি গাছগাছালি এবং ধানের শীষে।
আমি মানে গরীব দুখির নিটোল ভালোবাসা
আমি মানে পথকলিদের আশা এবং ভাষা।
আমায় পাবে রাজপথে আর মেঠোপথের শেষে
বাতাস হয়ে বাঁশির সুরে চলি ভেসে ভেসে।
আমায় পাবে কাশের বনে লতা এবং পাতায়
পাবে তুমি অহর্নিশি চিত্রপটের খাতায়।
পাবে তুমি সাগর জলে ঝরণা খালে ডোবায়
থাকি আমি মিলেমিশে লাল সবুজের শোভায়।
থাকি আমি স্বাধীনতায় বাংলা মায়ের বুকে
আমায় তুমি খুঁজলে পাবে সবার সুখে দুখে!
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com