আমি বাংলাদেশী
এক মায়ের ছেলে,
বীরের বেশে চলি
ভয় পেছনে ফেলে।
অন্যায়ের কাছে মাথা
করি’না যে নত,
প্রতিবাদী হয়ে কথা
বলি অবিরত।
চাঁদাবাজি দুর্নীতি
করতে চায় যারা,
ধরব লাগাম টেনে
হবে দেশ ছাড়া।
দেশের কল্যাণে আমি
মরে যেতে রাজি,
দুর্নীতি দমনে তাই
ধরেছি জীবন বাজি।