ছোট বড় অনেক নেতাই
দেখা যাচ্ছে গাঁয়ে,
যারা ছিলো প্রভু মালিক
তারাই পড়ছে পায়ে।
দেশদরদী মানব সেবায়
চলছে দেশে পাল্লা,
কার মনে যে কী বা আছে
সবই জানে আল্লাহ।
কোকিল কন্ঠে ডাকছে তারা
বলছে কারো বাবা,
এই দরদী দু'দিন আগেও
পেটে মারছে থাবা।
গরীব দুখীর দু:খে এখন
চোখে তাদের নদী,
সারাজীবন সুখে রাখবে
ভোটে জিতে যদি।
শহর ছেড়ে গাঁয়ে এসে
থাকছে পথে ঘাটে
দলে দলে যাচ্ছে তারা
গাঁয়ের বাজার-হাটে।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com