দেখতে দেখতে কেটে গেলো-এতোটা বছর,
কেন যে নাই তবু প্রাণ বন্ধুয়ার আসার খবর।।
বিরহের যাতনায় চূর্ণবিচূর্ণ তনু মন প্রাণ-অবয়ব,
ভাগ্যের চাকা ঘুরে না-নেই সুখ শান্তির কলরব।।
পাখি ডাকা ভোর, রবির কিরণ যেন হীরা, চুনি, পান্না,
প্রিয়া বিহনে মনের গহীনে উঠে যাতনার বোবা কান্না।।
নীল গগন জুড়ে সাদা মেঘ উড়ে মন করে আনচান,
স্মৃতির পাতায় প্রেয়সীর ঠোঁট বুক' ভেঙে খানখান।।
মনে পড়ে পুরনো দিনের মিষ্টি মধুর গান' বাজনা-
'চুলবাঁধা দেখতে দেখতে ভাঙলো কাঁচের আয়না।।
কোথাও নেই আজ মনের মত সুখ পাখিটি চন্দনা,
দেখতে দেখতে আঁখির আড়াল-হৃদ' মাঝে যন্ত্রণা।।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com