এই-যে তোমার অপূর্ণতায়
অদ্ভুত সব মন খারাপ আমাকে খামচে ধরে থাকে
তা কি তুমি অনুভব করতে পারো ?
তোমাকে দেখতে চাওয়ার কি নিদারুণ আকুলতা নিয়ে
আমি অবিরত চেয়ে যায় নক্ষত্রের তুমুল আড্ডা
চোখ মেললে তোমাকে দেখতে পাবো না এইটুকু শূন্যতায়
বারবার ব্যধিত হয়ে যায় ব্যথাদের দীর্ঘশ্বাসে,
অথচ কোথাও তুমি নেই।
তুমি ইচ্ছে করে একদিন জড়িয়ে নিও
যেমনি করে জড়িয়ে নাও বুকের ওড়না ,
নরম স্পর্শে ছুঁয়ে দিও মাথার এলোমেলো চুল।
অবহেলায় বহুদিন ধরে
ঠিকমতো নিজের খেয়ালটুকুও রাখা হয় না,
তুমি যত্ন নিবে বলে
নিজেকে অযত্নে রেখেছি সেই কতদিন ধরে !!
অথচ অপেক্ষারা এখনো ফুরিয়ে আসে না,
তুমিও আসো না আর ফিরে।
দূর্বিষহ এ যন্ত্রণা নিয়ে মানুষ আর কয়দিন বা বাঁচে ?