ব্যস্ত চাকচিক্যের বহরেতে প্রাণের ময়মনসিংহ নগরী
ধুলাবালি উড়ছে নিত্য, ধুলিসাৎ আজ স্বপ্নের কান্ডারী।
রঙিন ছন্দে বুনছে কত দুষ্ট কুটনীতি
ক্ষমতালোভী নেতার কাছে নবীন, বিক্রি করছে তাহার নীতি।
দরিদ্র রিকসাওয়ালারা হচ্ছে নিত্য বলির পাঠা
তাহার গাঁয়ের নোনতার মূল্য ধরার সত্তর কাঠা।
প্রভাত থেকে রজনী এরা দিয়ে যাচ্ছে শ্রম
কোটি সন্তান রক্ত চোষে করছে নেহাৎ ভ্রম।
স্বপ্নবাঁজ নবীনগুলো সেবন করছে মাদক
ভবিষ্যতের নক্ষত্রগুলো হচ্ছে নেহাৎ ঘাতক।
পুজো হচ্ছে নগরীর বুকে অযোগ্য নেতার তরে
রীতিনীতি ফানুস হয়ে যাচ্ছে সরে সরে।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com