ইঁদুর ছানাটা বড়ো দুষ্টু,
রাত আসলেই শুধুই করে খুটুরখাটুর।
ঘুম আসে না রাতে দুষ্টু ইঁদুর এলে,
বাড়ির পোষা বিড়ালটা উৎপেতে থাকে,
দুষ্টু ইঁদুর কে ধরবে বলে।
মশা গুলো কানের কাছে এসে,
ঘেনঘেন করে রাতের আঁধারে।
তেলাপোকা শরীরে উঠে, নাচতে থাকে সারা রাত।
ইঁদুর ছানাটা বড়ো পাজি,
রাত আসলেই শুধুই করে খুটুরখাটুর।
বিড়ালটি একটু খানি চোখ বুজলে,
দুষ্টু ইঁদুর দৌড়ে এসে, সবকিছু তছনছ করে চলে যায়।
রাতে ঘুম হয় না দুষ্টু ইঁদুরের জালায়।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com