বীর মুজাহিদ অশ্বারোহী
ছুটছে দুরন্তরে,
খোলা হাতে অস্ত্র নিয়ে
যাচ্ছে তেপান্তরে।
মারমার সেই আহ্বানে
জড়ো সকল প্রাণ,
বিজয় নিশা আনবে ওরা
ক্ষুণ্ণ হওয়ার মান।
মাথায় পাগড়ি নেকাপ ঢেকে
ঘোড়ার পিঠে চড়ে,
ছুটে চলে টগবগিয়ে
লাগামখানা ধরে।
চোখে তার, মুক্তির হাসি
তাকবীরে বলবদ,
শত্রুদেরকে ছাড় দেবে না
রক্ত ঝরিয়ে নদ।
হাজী, গাজী, বীর সেনানি
যুদ্ধে পায় না ভয়,
কালেমা বীরের, অন্তর ধ্বনি
ভয়কে করেছে জয়।