আমাদের দুরন্তপনা এভারেস্ট করে সমতল
সাগরকে করে মরুভূমি, যেথা ভরা থাকে জল
আমাদের দুরন্তপনা উঁচু পাহাড়ের- ঘাঢ় সবুজ
ছুঁয়ে আসে মেঘমালা, আকাশ নামের নীল-বিশাল গম্বুজ।
আমরা দুরন্ত, ছুটে চলি ভাঙ্গা বেড়া পেরিয়ে
দুরন্তপনায় আগুয়ান হই দালানকোঠা মাড়িয়ে
আমরা ভুলে যাই পিছুটান, পেছনের দুর্বল স্মৃতি
এগিয়ে চলি সাহসী হয়ে, দূর করে ভয়-ভীতি।
আমরা দুরন্ত স্বভাবের থেমে থাকি না কখনো
চঞ্চল মন সামনে ছুটে চলে, যায় না তাকে ফেরানো
আমরা দুরন্ত, অলসতায় ডোবা কোন জাতি নয়
দুরন্তপনায় মেতে থেকে আমরা বিশ্ব করবো জয়।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com