সেই শিশু বালক তুমি দুখু মিয়া
রুটির দোকানে করেছো কাজ,
চুরুলিয়া গ্রামে জন্ম তোমার
হয়েছো তুমি বিদ্রোহী কবি আজ।
লেটো গানে যোগ দিয়েছিলে তুমি
মসজিদে দিয়েছিলে আযান,
মহান স্বাধীনতার মুক্তি যোদ্ধা তুমি
বাংলা সাহিত্যে তোমার অবদান।
তুমি বিদ্রোহী তুমি উন্নত মম শির
জয়ের প্রতিধ্বনি বাংলার বীর,
কারার ঐ নির্যাতন হাসিমুখে বরণ
দু:খের গগনে তোমার ধৈর্যের নীড়।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com