গরে সাঁতরাচ্ছি সামনে যত
দুই নীল একাকার;
আকাশ আর সাগর
কি সন্ধ্যা কি ভোর
ক্ষমতা নেই বুঝবার!
কিনারা দুরে থাক
এগুতে পারলেই কিছুটা ভালো,
তবু্ও তো থেমে নেই
সময় তো সাথে;
হ্রদয়ের কান্নাকাটি সাহসে রুপ নেয়
নিংনির প্যাকেজ সংগ্রাম
চিন্তায় দুর্নীতিতে আস্তে হাঁটে!
ভয়গুলো কুয়াশার চরিত্র ধরে
অভিনয় করে ঢেউয়ের মঞ্চে;
হঠাৎই অজান্তেই পিছনে
নাবিতের সাহায্য বার্তা,
তারপর ফিরে আসা কিনারায়
যেথায় মা বসে কাঁদছে!