একা নয় রে একা নয়
শান্তি মিলে দুইয়ে,
তাইতো দিতে পারছি নাকো
মন থেকে সব ধুয়ে।।
এই পৃথিবীর সৃষ্টি থেকে
দুইয়ের মাঝে সুখ,
হাওয়া বিহীন বাবা আদম
কেঁদে ভাসায় বুক।
একাকিত্বে বিষন্নতা
দেয় বাড়িয়ে দুখ,
দুইয়ে মিলে গড়লে বসত
গর্বে ভরে বুক।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com