দুঃখ হচ্ছে আপন সম্পদ ।
কিনতে পাওয়া যায় না ।
আপনজন দুঃখ দিলে
জ্ঞানে ফুটে আয়না।
দুঃখ হচ্ছে নিজের চাবি ।
মিথ্যা যে বলা যায় না।
দুঃখ পায় সেই ব্যক্তি
সৎ ভাবে চলে যে জনা।
টাকা পয়সা থাকবে না যখন।
দুঃখগুলো এক এক করে তখন
দেখা দিবে তোমার
চোখের আয়নায়।
অন্যায়ের দলে না থাকলে
চতুর্দিকে ঘিরে রয়,
শত শত হায়না
দুঃখ থাকবে বারোমাসি।
রইবে না কোন মাসি পিসি।