প্রতিনিয়ত বুকের জমিনে
করিতেছি দুঃখের চাষ,
ফসল ফলে এই জমিনে
শুধুই বারো মাস।
দুঃখের জমিনে চাষ করে
আমি সফল চাষী,
ওই জমিনে দুঃখ চাষ হয়
আমার বারো মাস,ই।
যতন করে বুকের জমিনে
দুঃখের বীজ দেই বুনে,
সারা বছর যত্ন করি
আমি আপন মনে।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com