নারাংগালী ঝিকরগাছা যশোর বাংলাদেশ
হুম..ছোট্ট এই গোলাকার পৃথিবীতে
দুজনারই চলার পথে...
জানি, একদিন দেখা হবে বন্ধু....
কোথাও, আবারও তোমার সাথে।।
ততোদিনে হয়তো তুমি, আমার কথা
জানি, বন্ধু যাবে ভুলে...
ভুলবো না মনে রেখো, তোমার স্মৃতি
রাখবো এ হৃদয়ে তুলে।।
নতুন সঙ্গী পেয়ে স্বপ্নে বিভোর হয়ে
মধুময় সুখের আশে...
রাখবেনা জানি আমার নামটি মনে
তুমি, ফেলবে ধুয়ে মুছে.।।
মিছে ভালোবাসা যার সে-কি আর কভু
নাম রাখে চিত্তে গেঁথে..?
যাযাবর জীবন আমার উপহার দিয়ে
যন্ত্রণা দিয়ে এ বুকি..
যদি তুমি ভালো থাকো বিশ্বাস করো
আমিই বেশি হব সুখী।।
তোমার হাসি মুখ দেখে নেবো বিদায়
সুখে থাকো তুমি যাতে.।।
সন্তান সংসার নিয়ে সেদিন তোমার
হবে এক নতুন পৃথিবী,
আমি না হয় রয়ে যাবো অন্ধকারে
মেঘে ঢাকা হয়ে রবি।।
তবু, লাগতে দেবো না দুঃখের আঁচড়
আমার ভালোবাসাতে..।।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com