দিন শেষে বসে
রাতের কার্ণিশে
যদি পারি হেসে
কিছু ভালোবেসে।
হোক ঠেসেঠুসে
তবুও সকাশে
নাহোক সহাস্যে
নিজেরই দোষে।
নির্মলবাতাসে
সাঁঝের ধোঁয়াসে
আমি তুমিও সে
আছি চারপাশে!
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com