যে মানবতা আজ হারিয়ে গেছে
বদলে গেছে মানুষের ভাবমূর্তি,
অশৃঙ্খলার রাজনীতির পাড়াতে
মনুষ্যত্ব হীনরা আজ করছে ফূর্তি।
সমাজের কাছে কারো দায়বদ্ধতা নেই
নেই কোন বিবেকের কাছে কারো প্রশ্ন,
ক্ষুদ্র স্বার্থের প্রয়োজনে আজ যারা
সত্যকে মিথ্যে বানানোর নেশা তীক্ষ্ণ।
সভ্যতা চড়ে বেড়ায় অসভ্যতার পিঠে
মায়া মমতা হারিয়ে যায় রক্তের ললাটে,
মানবতা পালিয়ে বেড়ায় বইয়ের মলাটে
অদ্ভুত অভিনয় করতে মানুষ পারেও বটে।