প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৬, ২০২৫, ১২:১৩ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১১, ২০২৩, ৬:৩৮ অপরাহ্ণ
দাবদাহ কেটে যাক
আজ মেঘ আসুক আর বৃষ্টি নামুক
পথিকের পথচলা এবার থামুক।
ফুলেরা ফুটুক আজ কানন ভরে
মিহি বাতাসে মন কেমন করে।
সূর্য ডুবে যাক আসুক আঁধার
ডাহুকের সুরে দুলুক বনবাদাড়।
হাঁস গুলো খেলুকগে পুকুর মাঝে
কেউ যেন না যায় বাহির কাজে।
ছড়াকার লিখুকগে মজার ছড়া
মিটিমিটি হাসুকগে বসুন্ধরা।
দেশ হোক সজীব গো এই লগনে
মেঘমালা ভাসুকগে দেশ গগনে।
পুলকিত হয়ে যাক সবার পরাণ
সকলের মুখে থাক গান আর গান।
সুরভিত হয়ে যাক সবার জীবন
দাবদাহ কেটে গিয়ে হাসুক ভুবন।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com