গল্পটা মিথ্যা নয়
শোন দাদু ভাই
বয়স আমার দশবারো
যুদ্ধে তখন যাই।
৭ মার্চের ভাষণ যখন
রেডিও-তে শুনি
স্বাধীন দেশের স্বপ্নটা
মনেপ্রাণে বুনি।
পাকহানাদার লেজ গুটালো
মোদের হুংকারে।
সেসব কথা মনে পড়ে
আজো বারেবারে।
নয় মাসের স্বাধীনতা
অনেক বড় পাওয়া।
দেশকে তোমরা ভালোবেসো
এতটুকু চাওয়া।
তোমরা এবার দেশটা গড়
মেধা শ্রম দিয়ে
মিলেমিশে থেকো সবাই
স্বাধীনতা নিয়ে।