দাদু গেছে বাজার করতে
বিশাল যে ব্যাগ নিয়ে,
বাড়িতে দাদু বলে গেছে
আনবে সদাই ভরিয়ে।
বাজার যেতে বহুদিনের
বন্ধুর সাথে হয় দেখা,
গল্পের আসরে বসে যেন
ব্যাগটি পাশে রাখা।
বাড়িতে বসে দাদী বলে
বাজার আনবে কবে,
কখন বাজার রান্না করে
খাবো একসাথে সবে।
পাশে এসে ই নাতি বলে
দাদুর যে খবর নাই,
কোথা হতেই কোথা গেল
কোথা যেয়ে পাই।
এদিকে দাদু গল্পে মেতে
সকাল গড়িয়ে যায়,
দাদী যেন বাড়িতে বসেই
বাজার নাহি পায়।
গল্পের শেষ করে’ই উঠে
বাজার করতে যায়,
বাজারে যেয়ে সব শেষে
পচা শাকসবজি পায়।
তাই নাহ দেখে দাদী খুব
রেগে ফুলিয়ে যে যায়।