কানে খাটো একটু দাদু
সব কথা সে শোনে না,
বললে বৃষ্টি শুনবে মিষ্টি
গল্প কথায় জমে না।
আদর করে ডাকবে দাদু
আয়'রে আমার খোকা,
দে না একটু আমটি দেখে
আছে কী না পোকা!
চশমা রাখে মাথার ওপর
ভুল করে সে পড়ে না,
মিষ্টি খাওয়ার লোভে পড়ে
সুগার যে তার কমে না।
দাদু আমার অনেক ভাল
ভীষণ মায়া করে সে,
দাদীর শোকে আজও দাদু
নীরব দুঃখে মরে যে।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com