লাল মুরগীটা ডিম দিয়েছে
দেখতে নাকি সাদা,
খাওয়ার লোভে নাল ফেলেছে
আমার প্রিয় দাদা।
দাদার নাকে গন্ধ আসে
ডিম দিয়েছে তেলে
দাদা ভাবে শক্তি পাবে
ডিম দিয়ে ভাত খেলে।
সেই ডিমটি ভেজে দাদি
খেলো মজা করে
তাই তো দাদা ভান ধরেছে
সারাটাদিন ধরে।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com