এ মত্ত হৃদয় পারাবার গহীনে
মোক্তা কুড়াতে সেকি ভয়াবহ দৃশ্য;
তবু সে এনেছে কুড়াইয়া, ভরেছে
নুড়ি আর ঝিনুকে!
হতাশার মহী ছেড়ে, হিমালয় খুঁড়ে
হীরা পেতে ক্ষত-বিক্ষত রক্তাক্ত হৃদয়।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com