নড়ছে দাঁত করছে ব্যাথা
করবো কি যে আর,
ব্যাথার 'জ্বালায় জীবনটা
হয়েছে যে ছারখার।
চিন চিন করে প্রচুর ব্যথা
বলতে পারিনা কথা,
ক্ষুদা যন্ত্রনায় ভালোমতো
খেতে পারি না যথা।
ব্যাথা জ্বালায় নিজ কষ্টে
দাঁত ফেললাম তুলে,
শক্ত খাবার চিবুতে আমি
গেলাব সবই ভুলে।
দাঁতটা যেন সুতায় বাঁধায়
জীবনটা অতীষ্টে,
ব্যাথার জ্বালায় আছি যে
অনেক বেশি কষ্টে।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com