সুখের পবন যেন ঝিরিঝিরি বয়
সুখপাখি দরদ ভরা মিঠা কথা কয়,
সুখের আলো নিয়ে সূর্য ঢলে পরে
আঁধারে সুখ নামে পাখিদের ঘরে।
রাতের আঁচলে জোছনার সোহাগ মাখা
অম্বরের বুকে যেন নক্ষত্রের প্রণয় আঁকা,
নীরবতা যেন বৃক্ষের চোখে আনে ঘুম
জোনাকিরা দল বেঁধে একেঁ দেয় চুম।
জোছনা কুমারীর আলো জ্বেলে সুখ
আঁধারে ঘোমটা দিয়ে থাকে সব দুখ,
দরদ মাখা যেন প্রভাতে সূর্যের হাসি,
সকল ক্লান্তি শেষে বাজে সুখের বাঁশি।