তোমরা আমাকে বলো স্বপ্নের ফেরিওয়ালা
আমি স্বপ্ন দেখি না।
স্বপ্ন আমাকে ছুঁয়ে যায়।
যেমন রাতের শরীর বেয়ে পড়া শিশির বিন্দু
জড়িয়ে থাকে-
দুর্বাঘাসে, মাধবীলতায়।
কিশোরী ভোরের আলোর সোহাগে
ঝলমলিয়ে উঠে, একটুখানি উষ্ণতার পরাগে।
আমার ভেজা দেহে ধারন করি-
তোমাদের হৃদয়ের সবটুকু উষ্ণতা।
আমি মিলিয়ে যাইনা-
আমি হারিয়ে যাইনা-
স্রোতের মতো সমর্পনের মোহনায়।
তোমাদের কাছে মনে হয়
হিম শীতল পরশে
আমি বিবর্ণ হই হলুদ পাতায়।
জীর্ণ পাতার শব দাহনে
আমি ঝরে যাই অসীম মমতায়।
নব কিশলয়ে, নব পল্লবে-
আমি ফিরে আসি অনিবার
কৃষ্ণচূড়ার ডালে ডালে ফাগুন শাখায়
পরশ মেখে গন্ধ মাতাল মহুয়ার-
যৌবনের উৎসবে শিমুল পলাশের আঙিনায়।
আমি মুগ্ধতার রং মাখি হাস্নাহেনার।
আমি নবীন-
নেবে কি বরন করে তোমরা আমায়?
খোল হে বন্ধু, তোমার দক্ষিন দুয়ার ।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com