যত ভালোবাসা ছিলো মনে
দিয়ে দিয়েছি ত্রিভুজের চতুষ্কোণে
হা. হা. ত্রিভুজের চতুষ্কোণ
হুম, আমার তো একটাই মন
একটা হৃদয়ে কজনকে স্থান দেওয়া যায় বলো,
যাইহোক তুমি না হয় তোমার মতো চলো।
হয়তো বুঝবে একদিন তোমারও কেউ একজন ছিলো,
যে তোমাকে তোমার চেয়ে বাসত বেশি ভালো।
সেদিন হয়তো আমাকে মনে পরবে খুব,
সূর্য পশ্চিম আকাশে দেবে তখন ডুব।
ঘুম চলে আসবে তোমার ক্লান্ত চোখে
আমার খোঁজ করবে তুমি দিনশেষে
স্বপ্ন হয়ে আসবো আমি অবশেষে।