তোমার অবস্থান ছিলো
নাইট্রোজেন পরমাণু স্তরের উপর
তুমি গিয়ে থাকছ!
অসীম আকাশের হাইড্রোজেন স্তরে
তবুও এ পৃথিবী টিকে আছে তোমায় ঘিরে।
তুমি বায়ুমণ্ডলের আয়নিত কনার
চৌম্বকীয় ম্যাগনেটোস্ফিয়ার,
তুমি অক্সিজেনে রাসায়নিক শিলার বিচূর্রণিভবন,
তোমার অবস্থান ক্রিপটন নিস্ক্রিয় গ্যাসে,
তুমি আসো ওজোনোস্ফিয়ার বেগুনি রশ্মির ব্যাসে।
তোমার মধ্যাকর্ষন বলে
বায়ুরাশি লাগে পৃথিবীর গায়ে,
তুমি সুবিস্তীত অরগ্যান, নাইট্রোজেনে
তুমার নিস্ক্রিয় ভাব নিয়ন,হিলিয়ামে
তবুও..
সূর্যের উত্তাপে উদ্ভিদ টিকে থাকে হিমালয়ে।