শীতের সকালে মিঠায় ভরায়
নানান রকম পিঠা,
খেজুর গাছের রসের হাঁড়িতে
স্বাদের দারুণ মিঠা।
খেজুর রসের নানান পিঠায়
খেতে খুবই মজার,
সকালবেলায় সূর্যের আলোয়
গরম তেলে ভাজার।
রোদের আগুনে নানান রকম
আমেজে পিঠার স্বাদ,
গল্পের আসরে পিঠার মজায়
কেহই পড়েনা বাদ।
নানান পিঠার নানান বাহারে
মনের সুখে আহার,
শীতল সকালে মজার পিঠায়
রয়না মনটা আর।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com