তোমার প্রেমে আমি যে মশগুল
ইবাদাতে ছড়াবো সুগন্ধি ফুল
মমিনের তুলতুলে করে দাও দিল
সুসংবাদ নিয়ে আসিবে আবাবিল।
মমিন তুমি জাগ্রত হও রাতে
মমিন উঠে ডাকো আমার সাথে
মমিন ঘুমিয়ে তুমি কেন কাতর
মমিনের হয় না যে অন্তর পাথর!
মমিনের মসজিদে আনাগোনা স্থলে
মমিন কাঁধে নীরবে দুই নয়নের জলে।
ডাকি প্রভু তোমাকে যে আমি
সত্যের পথে রেখো ক্ষণে তুমি
বাদশা দোজাহানের অন্তর্যামী।
নিরিবিলি রাতে কেউ নেই প্রাণে
রহমত বিলিয়ে সুবাসের ঘ্রাণে।
এসেছো মাঝ রাতে এ ধরায়…
ক্ষমা করে দাও তুমি যে আমায়।