তোমার প্রেমের ফায়ার জ্বলে
যায় না নিভে সাগর জলে
বাড়ছে ধীরে ধীরে,
তোমার প্রেমের গভীর খালে
আটকে আছি ছেঁড়া জালে
বলছি খোদার কীরে।
তোমার প্রেমের পদাবলি
লিখছি সদা, হচ্ছি বলি
হচ্ছি পুড়ে অঙ্গার,
তোমার প্রেমের আগুন বাড়ে
দেহের সারা পাঁজর হাড়ে
জল দিয়েছি গঙ্গার।
তোমার প্রেমের অগ্নি জ্বরে
থার্মোমিটার গলে পড়ে
উত্তাপ এক'শো চারে,
তোমার প্রেমের তৃষ্ণাতে হায়!
বুকের জমিন যায় ফেটে যায়
বলছি বারে-বারে।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com