আমি কখনো খুব সকালে ঘুম থেকে উঠিনি,
তোমার জন্য ভোরে উঠতে শিখেছি!
আমি কখনো গোসল ছারিনি
তোমার জন্য গোসলও ছেরেছি!
আমি কখনো কবিতা লিখিনি!
তোমার জন্য কবিতাও লিখতে শিখেছি,
আমি কখনো উপোষ করিনি
তোমার জন্যে উপোষও করেছি!
আমি কখনো সন্ধ্যাবেলা আড্ডা ছাড়িনি
তোমার জন্য সেই সন্ধ্যাবেলার আড্ডাটাও ছেড়েছি!
আমি কখনো ঠিকমতো কসমেটিক চিনিনি,
তোমার জন্য সবগুলো চিনেছি!
আমি কখনো উপহার কি তা চিনেনি
তোমার জন্য উপহার? কি চিনেছি!
আমি কখনো প্রেম সেটা কি? বুঝিনি
তোমার জন্য প্রেম যে কি সেটাও বুঝেছি!
আমি কখনো তোমায় হারাতে চায়নি!
তোমার জন্য আমি, তোমায় হারিয়েছি!
আমি কখনো হারানো জিনিস, খুঁজতে শিখিনি!
এখন আমি তোমার জন্য হারানো জিনিস-
ঢের খুঁজতে শিখেছি!
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com