তোমার ছোঁয়াতে ওগো জাগে শিহরণ,
ব্যাকুলিয়া হয়ে উঠে যেন তনু মন!
ভাবনার সাগরেতে দিশা নাহি পাই,
কামাতুর আহ্বানে আমি যে হারাই!
শিরা উপশিরা গুলো টগবগে ওঠে
চুম্বনের আলপনা আঁখি তব ঠোঁটে!
সুডৌল বক্ষেতে চলে হস্ত বিচরণ,
সুখের জোয়ারে ভেসে চলে নিধুবন!
কামনার শত জ্বালা দূরে সরে যায়,
মধুময় ক্ষণে মন ঠিকানা হারায়।
অলি-ফুলে মাতে যেন নিয়ে অনুরাগ,
গর্ভমুণ্ডে হানা দেয় প্রেমিক পরাগ!