হাজার বছর আগে ছিলে ঊর্ধ্ব গগনে
সৃষ্টি করেছিল আমাদের একি লগনে,
নেমে এলে ভূমিতে মাতৃগর্ভে ধারায়
মানব সৃষ্টি হয় কুদরতি তার মহিমায়।
পিতা-মাতা উভয়ে কষ্ট করে সাধন
দীর্ঘ দশ মাসে পরিপূর্ণতার বাঁধন,
সৃষ্টির রহস্য আসমানী কিতাবে স্পষ্ট
বিন্দু ফোটা পানিতে জন্ম হলে ভূমিষ্ঠ।
সাদা বা কালো উভয় চোখের আলো
জন্ম হোক যথা কর্ম হোক ভালো,
ছেলে কিংবা মেয়ে পার্থক্য নাই তাতে
ভালোবাসা বন্টন হবে উভয়ের সাথে।
রহিম রহমান তোমাদের করেছে দান
সন্তান বাড়ায়’ কমায় বসুন্ধরায় সম্মান,
বাবা-মার কাছে তোমরা সবাই অমূল্য
জন্ম হওয়াতে আমরা হয়েছি ধন্য।
তোমাদের নিয়ে দীর্ঘ চলমান ঐ পথ
শুকরিয়া আদায় করি গচ্ছিত এই সম্পদ।