তেলের বাজার বেজায় চড়া,
বসের মেজাজ ভীষণ কড়া।
সবকিছুকে করতে হাসিল-
ইচ্ছেমতন তেল মারো।
তেল মারো ভাই, তেল মারো
নয়তো বরং পথ ছাড়ো।
তেল মারিলে কার্য সাড়ে,
একের বাড়ন দুই-এ বাড়ে!
অযোগ্য যে কাজ সেড়ে যায়-
তেল মারিলে তার-ও।
তেল মারো ভাই, তেল মারো
নয়তো বরং পথ ছাড়ো।
তেলে আছে স্নেহ ভাই,
যার তুলনা আর কিছু নাই।
তেল মাখিলে চকচকা হয়-
স্যূটেড-বুটেড স্যার-ও।
তেল মারো ভাই, তেল মারো
নয়তো বরং পথ ছাড়ো।
স্বার্থ হাসিল করতে হলে,
খুব কুশলে, ছলেবলে।
করতে হলে বসকে খুশি-
একটুর বেশি আরও।
তেল মারো ভাই, তেল মারো
যে যার মত যত্ত পারো...!
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com