এখন দেখি তেলে চলে
চামচামির তেল খেলা,
সুযোগ বুঝে পাতি নেতা
ভাসায় তেলের ভেলা,
সোনার চেয়ে বেশি দামি
তেলটা এই'তো দেশে,
আস্তে করে তেলটা মেখে
থাকো নেতা বেশে।
সঠিক ভাবে তেল ব্যবহার
শিখো একটু করে,
তেল মর্দনে সিংহাসনটা
এমনি আসবে ঘরে।
তেলটা রাখো নিত্য তুমি
বুক পকেটের ভাঁজে,
তেলের মর্ম বুঝবে শেষে
ফলটা আসবে কাজে।
তেলটা নিয়ে আলতো ভাবে
মাখো চরণ তলে,
টেন্ডার পাবে সবার আগে
মালা পড়বে গলে।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com