তুমি সকাল বেলার পাখি
বোনের দীঘল আঁখি
কাব্য গানে সুরের ধারা করছো মাখামাখি।
তুমি দুপুর বেলার বাতাস
সূর্যোদয়ের আকাশ
জানাই তোমায় শহীদসেনা শাবাশ শাবাশ শাবাশ।
তুমি সন্ধ্যা তারা আলো
বুকের ভেতর জ্বালো
এক পৃথিবী স্বপ্ন সুধা হৃদের মাঝে ঢালো।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com