খোকা তুমি পড়তে বস
আর করনা মানা,
এই পৃথিবীর অনেক কিছুই
তোমার যে অজানা।
অনেক পড়তে হবে
জীবন টাকে এগিয়ে নিতে
স্বপ্নেরি ঠিকানা।
নিজের ভালো বুঝো ভেবে
আর করনা হেলা,
পড়ার সময় পড় তুমি
খেলার সময় খেলা।
যেভাবেই তুমি চল খোকা
ফুরাবেই একদিন বেলা।
সময় টাকে মূল্য দিয়ে
বাজে সময় ফেলে দিয়ে
হওনা আগুয়ান,
সব বাঁধাকে নিম্নে ঠেলে
তুমিত সেই তীক্ষ্ণ ছেলে
তুমি নওজোয়ান।