আসবে বলে কথা দিয়েছিল,
আমি পথেই বের হয়ে বসে আছি;
তোমার দেখা নাই!
যেদিন এসেছিলাম, সেদিনই বলে দিয়েছিল,
তুমি যাও, আমি আসবো তোমাকে নিতে-
শিশু থেকে কৈশোর- কৈশোর থেকে যৌবন,
এখন যৌবন চলে গেছে, বয়োবৃদ্ধ হয়েছি!
তুমি তো আসবে বলেছিলে, কেন আসো না?
আমার আর এই অস্থির পৃথিবী ভালো লাগে না!
আমাকে নিয়ে যাও, আমি যেতে চাই!
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com