তুমি আমার ভোরের শিশির
সুরমা নদীর জল
তুমি আমার শান্ত দুপুর
পাখির কোলাহল।
তুমি আমার গোলাপ বেলী
জুঁই চামেলির ফুল
তুমি আমার ভালোবাসা
অনুপ্রেরণার মূল।
তুমি আমার প্রথম পড়া
লেখার শাদা খাতা
তুমি আমার বৃষ্টি দিনের
দারুণ রঙিন ছাতা।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com