তুমি আমার পাখির ডাকে
কিচিরমিচির ভোর,
তুমি আমার কানের মাঝে
বাজতে থাকা সুর।
তুমি আমার হৃদ মাঝারে
জ্বলতে থাকা চাঁদ,
তোমায় নিয়ে আমার ভীষণ
বেঁচে থাকার স্বাদ।
তুমি আমার নীল আকাশে
উড়তে থাকা ঘুড়ি,
ইচ্ছে করে তোমায় নিয়ে
করতে ঘুরাঘুরি।
তুমি আমার আকাশ পানে
উড়তে থাকা পাখি,
কী মায়াবী মুখ যে তোমার
কাজল-কালো আঁখি।
তুমি আমার আকাশ জুড়ে
উড়তে থাকা ফানুস,
হাজার জনের মাঝে তুমি
আমার প্রিয় মানুষ।
তুমি আমার শত ব্যথার
একটুখানি সুখ,
দেখলে আমার জুড়ায় ওগো
তোমার প্রিয় মুখ।
তুমি আমার খুব পিপাসায়
একটুখানি জল,
আমার হৃদয় মাঝে শুধু
তোমার চলাচল।
তুমি আমার খুব বিপদে
একটুখানি আশা,
তুমি আমার মনের মানুষ
আমার ভালোবাসা।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com