প্রণয়ের সূতোয় উষ্ণ বুকের গভীরে
কাছে থেকে খুব কাছে এসে
প্রথম গোলাপের ঘ্রাণ ছড়িয়ে দিয়ে
মধুময় স্বপ্নের পৃথিবী গড়ে
শপথের মালা গলে পড়েছিলে।
দু’জনার প্রেমালাপের গল্প
যুগান্তরে ছড়িয়ে করেছো মাতাল
দিন রাতের বিশদ ব্যবধান ভুলে
ছুটে চলেছি দিক বিদিক।
তুলতুলে নরম হাতের ছোঁয়া
কিংবা টুলপড়া কপোলের স্পর্শ
পাশাপাশি হাজার বছর বেঁচে থাকা
কোন মূহে পড়ে ভুলে গেলে!
হৃদপিন্ডের ঠিক মাঝখানে দাগ দিয়ে
সহস্র বছরের পর করেছো;
একটা শুকতারা দিয়ে গেছো যতনে
শেষ রাতে যার কাজ বিরহ বিলাপ
গল্প কবিতা তুমিহীন নাটকের সংলাপ।