ভালোবাসায় ধরেছে তিক্ততা
অনুভূতিগুলো হলো না বলা।
মানে অভিমানে
তুমি আমি এখন অনেক বেশি দূরে,
কেন চলে গিয়েছো কোনো অনুমতি বিনা?
ভেবে দেখেছো কিভাবে থাকবো তুমি হীনা?
তবুও ছুটে গিয়েছিলাম মায়ার টানে,
খানিকক্ষণ চেয়েছিলাম তোমার মুখের পানে
নিস্তব্ধতায়, ফিরে এসেছিলাম রিক্ত হাতে।
এখন ফিরতে চাইলে আর হবে না ফেরা
তোমার চেয়ে ভালো তুমিহীনতা।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com