বিশ্ব তোমায় রাখবে মনে,
তুমি তোমাতে হও মগ্ন।
তুমি তোমার মতো,
সকলে তাদের মতো।
এই প্রতিজ্ঞায় হও বদ্ধ!
অপরের নিন্দায় নয়,
নিজের কাজে দাও মন!
তুমি ও কিছু পারো!
তুমিও মেধাবী।
শুধু মেধার করতে হবে যত্ন।
বিশ্বকে জানাতে হবে,
তুমিও পারো।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com