তুমিই সেই-
বসন্ত নামা দিনের আলোই,
নীল শাড়ীতে অস্পর্শনীয় রজনীগন্ধা।
যার চোখের প্রতিকূল স্রোতে,
আমি নামক প্রেমিক হারায়।
উড়োনো যার চুলের বাহার,
যেন হাওয়ার সাথে কথা বলা।
তুমিই সেই আরণ্যক।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com