কেবল ভাবছি হারিয়ে যাই
অমনি উঁকি দিলো মায়া,
কিসের জন্য কেনো পিছুটান
স্বার্থপর তো নিজের ছায়া!
যেইখানে পাগলামি দেখি
রৌদ্রময় ছায়া হাজির,
যেনো দুটুকরো সুতোর পরে
আমি যাত্রী রেলগাড়ীর!
তুফানমেল নাম আমার
গতিদারুন তবুও গন্তব্য নাই,
পুতুলের দাঁতে ব্রাশ ঘষি
আমার স্বভাবের নেই বালাই!
darun