শীত ও ঠাণ্ডা বাতাসের সাথে যুক্ত হয়েছে বৃষ্টি। এতে সাতক্ষীরার জনজীবনের পরিবর্তন হয়েছে। মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় বিপর্যস্ত লক্ষ্য করা যাচ্ছে। প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বাইরে বের হচ্ছে না। শীত নিবারণের জন্য পোশাক স্বল্পতায় ঠাণ্ডা জনিত সমস্যা বেড়েছে। সঙ্গে সঙ্গে বৃষ্টির কারণে শীতে আক্রান্ত রোগের সংখ্যাও বাড়ছে বলে জানা গেছে।
তবে, এই ঠাণ্ডায় হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষের জন্য জীবন কঠিন হয়ে পড়েছে। ঠান্ডাজনিত রোগের কারণে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি হয়ে আসা রোগীর সংখ্যাও বাড়ছে।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com