বুঝলি না- রে তুই তিস্তা নদী
ভাঙলি বাড়ি ঘর,
আপন মানুষ সর্বহারা সবার
করলি মানুষ পর।
আসা যাওয়ার তোর কখনো
নাই কোনো সময়,
দ্রুত বেগেই আসিস রে হঠাৎ
তুই অঝোর ধারায়।
ভাঙিস তুই ঘর বাড়ি সবার
যেমন আবাসস্থল,
বাড়ি ঘর সর্বহারা হয়ে নয়নে
জল করে টলমল।
আর কতো যে ভাঙবি রে তুই
তোর দয়া মায়া নাই,
বাপ দাদার বাড়ি ভাঙলে যে
কোথায় কোনো ঠাঁই।
ভাঙিস রে তুই যে তিস্তা নদী
সারা দিন রাত ভর,
চারিদিকে করিস রে তুই নদী
পানির পরে বালুচর।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com